
খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কুলানন্দপুর গ্রামে বাঁশ ঝাড়ের পাশে ওড়নায় পেঁচানো অবস্থায় শ্রী সুজন চৌধুরী (২৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার কুলানন্দপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর সন্দেহভাজন হিসেবে তার স্ত্রী শ্রীমতি দুলালী রানীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৬-৭ বছর আগে চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রীমতি দুলালী রানীর সাথে ঘোড়াঘাট উপজেলার হানছা লাল চৌধুরীর ছেলে সুজন চৌধুরীর বিয়ে হয়। তাদের সংসারে সাড়ে ৪ বছরের একটি ছেলে রমেশ রয়েছে। প্রতিবেশীরা জানান, দুলালী রানী প্রায়ই মোবাইল ফোনে কারো সাথে কথা বলতেন, যা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে নিয়মিতই ঝগড়া হতো।
ঘটনার দিন, বুধবার রাতে স্বামী-স্ত্রী খাওয়াদাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। পরদিন ভোরে সুজনের পিতা হানছা লাল চৌধুরী ঘরের বাইরে তার পুত্রবধূকে অস্থির অবস্থায় দেখতে পান। কোনো প্রশ্নের উত্তর না পেয়ে তিনি ছেলের ঘরে যান এবং সেখানে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সুজনের নিথর দেহ দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশীরা জড়ো হন এবং পুলিশকে খবর দেওয়া হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, “সুজন চৌধুরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সন্দেহভাজন হিসেবে তার স্ত্রীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোক ও শঙ্কার ছায়া নেমে এসেছে।