শাহ ইমরান, কুমিল্লা: সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে রাষ্ট্র সংস্কার ও সমাজে পরিবর্তন আসবে। সাংবাদিকেরা জাতির আয়না স্বরূপ, তারা জাতিকে যাহা দেখাবে তাহাই জাতি গ্রহণ করবে। দেশের মানুষকে শান্তিতে রাখা ও সঠিকপথ দেখানো একজন প্রফেশনাল সাংবাদিকের দায়িত্ব ও কর্তব্য ।
বুধবার রাতে কুমিল্লা ইয়ুথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটি (২০২৪-২০২৫) সেশনের পরিচিতি সভা ও ফ্যামেলি ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, ঢাকাস্থ কুমিল্লা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য জাতীয় সাংবাদিক নেতা মো. মোশারফ হোসাইন।
তরুণ সাংবাদিকদের নিয়ে ২০১২ সালে গঠিত এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্টা কানাডিয়ান প্রবাসী সাংবাদিক মাজহারুল ইসলাম বিপুল দীর্ঘ ৮ বছর পর দেশে আসায় সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেন সংগঠনটি।
সংগঠনের সভাপতি জিটিভির প্রতিনিধি সেলিম রেজা মুন্সির সভাপতিত্বে সংগঠনের উপদেষ্টা ও কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ উদ্যোক্তা নগদহাট বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. ইসরাফিল মোল্লা।
সাধারণ সম্পাদক নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি এইচ এম মহিউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের পরিকল্পনা ও দৈনিক পূর্বাশার সিনিয়র রিপোর্টার সংগঠনের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান মুন্নার সহযোগিতায় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বৈশাখী টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি আনোয়ার হোসেন, মাইটিভির কুমিল্লা প্রতিনিধি আবু মুসা, আরটিভির বাবু, দৈনিক আজকের জীবনের মো. নেকবর হোসেন, দৈনিক যায়যায়কালের শাহ ইমরান, দৈনিক আজকের কুমিল্লার উজ্জ্বল হোসেন বিল্লাল, আজকের কুমিল্লার ডেস্ক এডিটর নাসরিন আক্তার হীরা, দৈনিক পূর্বাশার সাবিহা সুলতানা বর্ষা, প্রতিদিনের সংবাদের মারুফ কল্প, জবাবদিহি পত্রিকার মাঈন উদ্দিন, বাংলাদেশ কন্ঠের ইয়াছিন প্রমুখ।