বৃহস্পতিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাগেশ্বরীতে কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে সমাবেশ অনুষ্ঠিত

মো. রাশেদুল ইসলাম, কচাকাটা (কুড়িগ্রাম): কুড়িগ্রামের নাগেশ্বরীতে কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও শিশুর জন্ম নিবন্ধন নিশ্চিত করণে বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্যকর্মী এবং জনপ্রতিনিধিদের নিয়ে ওয়াই-মুভস্ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলার বেরুবাড়ী ইউনিয়ন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান সোলায়মান আলীর সভাপতিত্বে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক, ইউনিয়ন পর্যায়ের সরকারি স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি, প্রশিক্ষক ও অভিভাবক-সুধীজন বক্তব্য রাখেন।

বক্তারা স্কুল পড়ুয়া মেয়েদের স্বাস্থ্য সচেতনতা ও বয়ঃসন্ধিকালে তাদের সেবা-পরিচর্যা ও মানসিক উন্নয়নে সিডা (সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি) এবং প্ল্যান ইন্টারন্যাশনালের ভূমিকা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

সলিডারিটির নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা এসএম হারুনুর রশীদ লাল ও কুড়িগ্রাম জেলা মহিলা পরিষদ সভাপতি রওশন আরা বেগম সবসময় শিশু-নারী উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন সলিডারিটির সহ-কার্য নির্বাহী স্বপন কুমার সরকার, প্রকল্পের পিও পবিত্র কুমার সরকার, আলীনূর পাটোয়ারীসহ আমন্ত্রিত সুধীজন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ