বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হাসিনা সরকার ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে ফেলেছে: আমিনুল হক

তৌফিক তাপস, নওগাঁ: ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও সাবেক ফুটবলার আমিনুল হক বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকার বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে দলীয়করণ ও রাজনৈতিক করণ করে ধ্বংস করে ফেলেছে । এতে পিছিয়ে গেছে ক্রীড়াঙ্গন।

বুধবার বিকেলের দিকে নওগাঁ জেলা স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের আয়োজনে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিএনপি নেতা বলেন, ‘নতুন স্বাধীন বাংলাদেশে ভবিষ্যতে আর কখনো ক্রীড়াঙ্গনকে যাতে দলীয় ও রাজনৈতিককরণ করা না হয় বিএনপি সেই কাজ করছে। মাঠের যারা ক্রীড়া সংগঠক তাদেরকে ফিরিয়ে এনে ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানো হবে। যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও একটি সুন্দর পরিবেশে সুন্দর সমাজ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাবে বিএনপি।’

বুধবার বিকেলে নওগাঁ জেলা ষ্টেডিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের আয়োজনে এই ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়।

টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য লে: কর্নেল (অব:) আব্দুল লতিফ খান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক এবং জাতীয় ফুটবল দল সাবেক অধিনায়ক মো. আমিনুল হক।

উদ্বোধনী খেলায় অংশ নেয় ৭নম্বর ওয়ার্ড একাদশ বনাম ৪নম্বর ওয়ার্ড একাদশ। খেলায় এক গোলে বিজয়ী হয় ৭ নম্বর ওয়ার্ড একাদশ। খেলায় মোট নওগাঁ পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি দল অংশগ্রহণ করবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নানু, সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র নজমুল হক সনি, সাবেক সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম টুকু, মামুনুর রহমান রিপন ও শফিউল আযম রানা, জেলা জজ কোর্টের পিপি এ্যাড. এ জেড এম রফিকুল ইসলাম, টুর্নামেন্ট কমিটি’র আহবায়ক ও জাতীয় দলের সাবেক ফুটবলার এনামুল হক, কমিটির সদস্য শামীনুর রহমান শামীমসহ অন্যান্যরা।#

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ