খাইরুল হাসান, নবীনগর: শ্রেণিকক্ষের সামনের আঙিনা সবই পরিষ্কার-পরিচ্ছন্ন। তবে উল্টো চিত্র শ্রেণিকক্ষের পেছনের দিকে। স্থানটা ময়লা আবর্জনায় ঠাসা। বিদ্যালয়ের নবনির্মিত শৌচাগারে ময়লা-আবর্জনার সঙ্গে জমে রয়েছে পানি। গাছের নিচে ঝোপঝাড়ের মতো ওই অংশে মশা ওড়াউড়ি করছে।
এমন চিত্র ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। কৃষ্ণনগর ইউনিয়নের প্রাণকেন্দ্রে এ শিক্ষাপ্রতিষ্ঠানের অবস্থান।
শনিবার বিকেল ৪ টার দিকে সরেজমিনে দেখা গেছে, খালি বোতল, খাবার সামগ্রীর খালি প্যাকেট ফেলা হয়েছে। বিদ্যালয়ের সামনের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন। তবে বিদ্যালয়ের পেছনের শিশুদের জন্য তৈরিকৃত খেলাধুলার গ্রাউন্ডগুলো ময়লা–আবর্জনায় ঠাসা। বিস্কুট, কেক, চিপস, জুসের খালি প্যাকেট, খালি বোতলে জমে আছে। গাছের পাতা মাটিতে পড়ে আবর্জনার স্তূপ তৈরি হয়েছে। শ্রেণিকক্ষের পাশে খাবার সামগ্রীর খালি প্যাকেট ফেলে রাখা হয়েছে। সেখানে থাকা শৌচাগারের অবস্থা অত্যন্ত করুণ। সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে মশার উৎপাত লক্ষ করা গেছে।