যায়যায়কাল প্রতিবেদক: ইসকন নিয়ে দেশি-বিদেশি ইন্ধন থাকতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেছেন, এটার ক্ষেত্রে আমার মনে হয়, বাইরেও হয়ত কিছু ইন্ধন আছে। এবং দেশেও দু-একটা পার্টি আছে, তাদের দিক থেকে হয়ত কিছু ইন্ধন আছে। আবার যাদেরকে আমরা ব্যান করে দিছি, তাদের দিক থেকে হয়ত কিছুটা ইন্ধন আছে।
মঙ্গলবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউজে প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের নিয়ে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
সংখ্যালঘু নির্যাতন বন্ধসহ আট দফা দাবি আদায়ের নেতৃত্ব দিয়ে আসা চট্টগ্রাম পুণ্ডুরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে সোমবার ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর রাত থেকে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে তার মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু হয়।
মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে তাকে ‘রাষ্ট্রদ্রোহ’ মামলায় চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। এদিন চট্টগ্রামের আদালত চিন্ময় কৃষ্ণ দাশের জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে।
জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর কারাগারে চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী যাতে ধর্মীয় রীতিনীতি অনুসরণ করতে পারেন; সে বিষয়ে আদেশ চান তার আইনজীবীরা। আদালত এ বিষয়ে কারাবিধি অনুসারে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
চিন্ময়কে আদালত থেকে কারাগারে নেওয়ার সময়ও ব্যাপক বিক্ষোভ হয়। সমর্থকরা প্রায় সাড়ে তিন ঘণ্টা আদালত প্রাঙ্গণে চিন্ময়ের প্রিজন ভ্যান আটকে রাখে। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের সরিয়ে দেয়।
সিলেটে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সরকার পতনের পর থেকে ব্যাপকহারে মামলা হওয়া এবং নিরীহদের হয়রানির বিষয়ে কথা বলেন।
তিনি বলেন, সারাদেশে প্রচুর ভুয়া মামলা হয়েছে; এসব মামলায় নিরীহ কেউ হয়রানি না হন সেজন্য আমরা একটি কমিটি করে দেব। যারা ভুয়া মামলা করেন তাদের ধরিয়ে দিন। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগস্টের পর থেকে অনেক উন্নতি হয়েছে, আরও হবে। সেজন্য সবার সহযোগিতা চাই।
শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে আলোচনা হচ্ছে জানিয়ে তিনি বলেন, আশা করা হচ্ছে, দ্রুত সমাধান হয়ে যাবে। আমরা কোনোভাবে শিক্ষার্থীদের আন্দোলনে কঠোর হতে চাই না।
জুলাই-অগাস্টের আন্দোলনের সময় লুট হওয়া সব অস্ত্র এখনো উদ্ধার হয়নি জানিয়ে তিনি বলেন, সেসব অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। কমিউনিটি পুলিশের কার্যক্রম বৃদ্ধিতে সরকার কাজ করছে। কমিউনিটি পুলিশের কার্যক্রম প্রথমে ঢাকায় বেগবান করা হবে। পরে পুরো দেশে পর্যায়ক্রমে করা হবে।
পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সিলেটের কৃষি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।