বৃহস্পতিবার, ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

স্বামীর ভিটে ফেরত পেতে প্রশাসনের দ্বারে দ্বারে বিউটি

খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ীতে মৃত স্বামীর ভিটে-বাড়ি ফেরত পেতে বিভিন্ন দপ্তরে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন কুয়েত প্রবাসী বিউটি আক্তার। উপজেলা প্রশাসন ও থানায় লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ এই নারী প্রবাসীর।

দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের মধ্য গৌড়িপাড়ার মৃত মোহাসিন আলীর স্ত্রী বিউটি আক্তার। তাদের দুই ছেলে-মেয়ে। মৃত মোহাসিন আলীরা দশ ভাই-বোন। তারা স্বামী-স্ত্রী উভয়ে ছিলেন কুয়েত প্রবাসী। ২০১৮ সালে কুয়েতে স্বামী মোহাসিন আলীর মৃত্যু হয়। পরে মৃত স্বামীর লাশ নিয়ে দেশে ফিরেন বিউটি আক্তার এবং ওঠেন স্বামীর ক্রয়কৃত বাড়িতে। স্বামীকে দাফন-কাফন করে ছেলে-মেয়েদের নিয়ে আবারও ফিরে যান কুয়েতে। পরে ২০২২ সালে আবারও দেশে ফিরে এসে দেখে তার স্বামীর বড় ভাই তার স্বামীর ৮ শতকের ওপর বাড়ি-ঘর দখল করে নিয়েছে। বাড়িতে প্রবেশ করতে দেওয়া হয়নি ছেলে-মেয়েসহ প্রবাসী এই নারীকে। পুনরায় তারা ফিরে যায় প্রবাসে। ওই সময় ঢাকায় এম্বাসির মাধ্যমে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে অভিযোগও করেন তিনি।

পরে আবারও গত দুই মাস আগে স্বামীর শেষ স্মৃতিটুকু উদ্ধার করতে দেশে আসেন বিউটি আক্তার। কোনো ভাবেই স্বামীর বাড়িতে প্রবেশ করতে পারছেন না তিনি। তার তার স্বামীর বড় ভাই মোবারক আলী ও তার এক বোন এই জায়গা আত্মসাৎ করার পায়তারা করছে। এমনকি তাকে প্রাণনাশের হুমকিও দিচ্ছে। শেষে নিজের নিরাপত্তার জন্য থানায় জিডি ও স্বামী সম্পত্তি ফিরে পেতে উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক এবং স্থানীয় সেনাবাহিনীর ক্যাম্প বরাবর লিখিত অভিযোগ করেন। তবে একমাস থেকে জমির পরিমাণ সঠিকভাবে নির্ধারণ করে আলাদা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও তার কোনো প্রতিকার মেলেনি বিউটির।

মৃত মোহাসিন আলীর ছোট বোন টুনটুনি বলেন, আমরা দশ ভাই-বোন, আমি সবার ছোট। আমার ভাই মোহাসিন আলী ও ভাবি কুয়েত প্রবাসী। ভাই মারা গেছেন, এখন ভাবি ও দুই ছেলে-মেয়ে আছেন। ভাইয়ের ক্রয়কৃত বাড়িসহ ৮ শতক জমি আমার বড় ভাই মোবারক হোসেন জবরদখল করে রেখেছে। ভাবিকে তার বাড়িতে প্রবেশ করতে দিচ্ছে না। এছাড়াও আমার অংশও দখল করে রেখেছে।

মৃত মোহাসিন আলীর আর এক বড় ভাই মিন্টু হোসেন বলেন, আমার ছোট ভাই বউ বাচ্চাদের নিয়ে কুয়েতে বসবাস করতো। তিনি ২০১৮ সালে ভাই মারা যায়। বর্তমান আমার সবার বড় ভাই মোবারক হোসেন তার বাড়িসহ জায়গা দখল করে আছে। কোন ভাবেই তার স্বামীর বাড়ি ফিরতে দিচ্ছে না। গায়ের জোরে দখল করে আছে। আমরা চাই আমাদের মৃত ভাইয়ের বাড়ি তার স্ত্রী সন্তান ফিরে পাক।

ভুক্তভোগী বিউটি আক্তার বলেন, স্বামীকে হারিয়ে আজ আমি একা, ছেলেমেয়েরা বিদেশে লেখাপড়া করে। স্বামী বেঁচে থাকতে তার ভিটে-বাড়িতে কুয়েত থেকে এসে বসবাস করতাম। কিন্তু স্বামী মারা যাওয়ার পর কয়েক বছর পর এসে দেখি আমার স্বামীর বড় ভাই ঘর-বাড়ি দখল করে রেখেছে। এখন আমাকে আমার স্বামীর রেখে যাওয়া বাড়িতে প্রবেশ করতে দিচ্ছে না। আমি স্বামীর বাড়ি ফিরে পেতে থানাসহ উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। আমার স্বামীর ক্রয়কৃত জায়গা, কাগজপত্র সব আছে। তারপরও কেন আমার জমি ফিরত পাচ্ছি না। জমি মাফ-যোগ করে ইউএনও সাহেব আমাকে জমি বেড় করে দিবে। কিন্তু তিনি শুধু তারিখ পাল্টায়। আমি একজন প্রবাসী আমি সরকারের নিকট আকুল আবেদন সরকার যেন আমার স্বামীর শেষ সম্বলটুকু ফিরিয়ে দেয়।

বিউটি আক্তারের জমি কেন দখল করে রেখেছেন জানতে চাইলে মৃত মোহাসিন আলীর বড় ভাই মোবারক হোসেন বলেন, আমরা ভাই-বোন অনেক জন, জমির কোন বণ্টন নামা হয়নি। আদালতে বণ্টন নামা একটা মামলা করেছি। বিষয়টি আদালত দেখবেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একেএম খন্দকার মহিব্বুল বলেন, প্রবাসী বিউটি আক্তার নামের এক কুয়েত প্রবাসী চলতি মাসের ২১ তারিখে একটা জিডি করেছেন। তার স্বামীর বাড়ি নাকি তার বড় ভাই জবরদখল করে রেখেছে। তাকে নাকি প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা তাকে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করছি। কোনো প্রকার বিশৃঙ্খলতা হতে দিবো না।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ