বৃহস্পতিবার, ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

হিলি স্থলবন্দরে পুনরায় পেঁয়াজ ও আলু আমদানি শুরু

খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে গত দু’দিন বন্ধ থাকার পর পুনরায় পেঁয়াজ ও আলু আমদানি কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার বিকেল ৪টা থেকে ভারত ও বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যস্থতায় এই কার্যক্রম চালু হয়।

হিলি স্থলবন্দরের উদ্ভিদ কর্মকর্তা মো. ইউসুফ আলী জানান, ভারতের পশ্চিমবঙ্গ সরকার অনলাইনে স্লট বুকিং বন্ধ করে দেওয়ায় গত ২৬ নভেম্বর দুপুর ১২টার পর থেকে পণ্য রপ্তানি বন্ধ হয়ে যায়। তবে বুধবার পশ্চিমবঙ্গ সরকার ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে সমঝোতা করে অনলাইনে স্লট বুকিং চালু করলে বিকেল ৪টা থেকে আমদানি শুরু হয়।

বুধবার রাত ৮টা পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ বোঝাই ৫টি ট্রাক এবং আলু বোঝাই ৩টি ট্রাক দেশে প্রবেশ করে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে পুনরায় পেঁয়াজ ও আলু আমদানি অব্যাহত রয়েছে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বিষয়টি নিশ্চিত করে বলেন, “ভারত থেকে অনলাইনে স্লট বুকিং বন্ধ থাকায় পেঁয়াজ ও আলু রপ্তানি স্থগিত ছিল। তবে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সমঝোতার মাধ্যমে এই সমস্যার সমাধান হয়েছে। এখন থেকে দ্রুত অন্যান্য পণ্যও আমদানি হবে।”

হিলি কাস্টমস বিভাগের সুপারিনটেনডেন্ট আলী আকবর জানান, নভেম্বরের চলতি সপ্তাহে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫৫ ট্রাকে ২,২০০ টন চাল, ১৬৬ ট্রাকে ৪,৭০০ টন আলু এবং ৪৫ ট্রাকে ১,৩০০ টন পেঁয়াজ আমদানি হয়েছে।

উল্লেখ্য, আমদানি কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় পেঁয়াজ ও আলুর সরবরাহ স্বাভাবিক থাকবে বলে আশা করছেন পাইকারি ব্যবসায়ীরা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ