সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বান্দরবান পর্যটন শিল্প ব্যাপক আকারে ক্ষতির সম্মুখীন হচ্ছে: পুলিশ সুপার

চিংথোয়াই অং মার্মা, থানচি (বান্দরবান): যেখানে কর্মমুখী থাকলে, সেখানেই অন্যায়, অপরাধ কম হয়। পুলিশ, সাংবাদিক ও জনগণের একসাথে কাজ করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন বান্দরবানের পুলিশ সুপার মো: শহিদুল্লাহ কাওছার।

বৃহস্পতিবার দুপুরে থানচি থানার কার্যালয়ে সাংবাদিক, ছাত্র-আন্দোলনের সমন্বয়কসহ জনগণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক এবং ব্যবসায়ীদের সাথে এক মতবিনিয়মকালে এসব কথা বলেন পুলিশ সুপার।

পুলিশ সুপার মো: শহিদুল্লাহ কাওছার বলেন, দেশের জনগণের সেবা দিতে দিনরাত পুরোপুরি সমানের পুলিশের দরজা সবসময়ই খোলা থাকবে। জনবান্ধব পুলিশের সেবা নিন, এলাকার অপরাধ ও অন্যায় কমিয়ে দিন। পুলিশের সাথে জনগণের যাতে দূরত্ব সৃষ্টি না হয় সেজন্য সজাগ থাকতে হবে। এলাকার জনপ্রতিনিধিদের সকলের সহযোগিতা চান তিনি।

তিনি আরো বলেন, পর্যটন শিল্প ব্যাপক আকারে ক্ষতির সম্মুখীন হচ্ছে। থানচি, রুমা ও রোয়াংছড়ি উপজেলার আপতত ট্যুরিস্ট আগমনে নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে। এলাকার মানুষের শান্তিতে বসবাসের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছে। মাদক, কিশোর অপরাধ, চুরি-ছিনতাই রোধ আর এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে সকলের প্রতি আহব্বান জানান পুলিশ সুপার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা (পকশৈ), থানার ইনর্চাজ নাছির উদ্দিন মজুমদার, প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম), থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমা, সদর ইউনিয়নের চেয়ারম্যান অংপ্রু ম্রোঃ প্রমুখ। এছাড়াও বিভিন্ন মৌজায় হেডম্যানগণ, সাংবাদিক, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র সমাজ ও টুরিস্ট গাইড এবং বিশিষ্ট ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ