শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দিনাজপুরে বাস-ট্রাকের সংঘর্ষে ২ চালকসহ নিহত ৫ জন

খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: দিনাজপু‌রের বীরগঞ্জে বাসের সঙ্গে ট্রা‌কের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে ২ চালকসহ ৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন।

শুক্রবার সকাল আটটায় পঞ্চগড়-‌দিনাজপুর আঞ্চ‌লিক সড়‌কের কমরপুর যদুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহত‌ বাসচাল‌কের নাম আবদুল ক‌রিম। তিনি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপ‌জেলার আমজাদ আলীর ছে‌লে। তাৎক্ষণিকভাবে অন্য হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান ঠাকুরগাঁও ফায়ার সা‌র্ভি‌সের উপপ‌রিচালক শা‌হিদুল ইসলাম। বেলা পৌনে ১১টার দিকে তিনি বলেন, এই সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তাদের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষ‌য়ে দিনাজপুরের অতিরিক্ত পু‌লিশ সুপার (ক্রাইম) আনোয়ার হো‌সেন ব‌লেন, বাস-ট্রা‌কের মু‌খোমুখী সংঘ‌র্ষে ৫ জনের মৃত্যু হ‌য়ে‌ছে। গুরুতর আহত হ‌য়ে‌ছেন অনেকেই। ঘটনাস্থ‌লে পু‌লিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনীর সদস্যরা উদ্ধার কাজ কর‌ছেন। প‌রে বিস্তা‌রিত জানা‌ যা‌বে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থে‌কে পঞ্চগ‌ড়ের উদ্দেশে যা‌চ্ছিল একটি যাত্রীবাহী বাস। ঠাকুরগাঁও থে‌কে দিনাজপু‌রে আস‌ছি‌ল ধানবোঝাই একটি ট্রাক‌। যদুর‌ মোড় এলাকায় নিয়ন্ত্রণ হা‌রায় বাসটি এবং বিপরীত থেকে থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থ‌লেই ২ চালকের মৃত্যু হয়। হাসপাতা‌লে নিয়ে যাওয়ার পর আরো ৩ জন যাত্রী মারা যান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ