রবিবার, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাঞ্ছারামপুরে কেন্দ্রীয় বিএনপি নেতা তকদির হোসেনের ওপর হামলা, কৃষ্ণনগরে প্রতিবাদ সভা

খাইরুল হাসান, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, নবীনগরের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব তকদির হোসেন মো. জসীম বাঞ্ছারামপুর উপজেলায় কাউন্সিল সম্পন্ন করে ঢাকায় ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।

এর প্রতিবাদে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে শুক্রবার বিকালে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

প্রতিবাদ সভায় নবীনগর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম শফিক মোল্লার সভাপতিত্বে ও বিএনপি নেতা সাংবাদিক এম নুরুল আলম সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সাইদুল হক সাঈদ।

এসময় তিনি বলেন, তকদির হোসেন মো. জসীম উড়ে আসে নাই। তিনি আমাদের ভাই, উনার মতো পিতৃতুল্য ত্যাগী নেতার ওপর এমন বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি একটি উচ্চতর তদন্ত কমিটি গঠন করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। হামলাকারীদের দল থেকে বহিষ্কারের জোরালো দাবি জানাচ্ছি।

প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলী আজম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. আমিরুল ইসলাম আমির, বীরগাঁও ইউনিয়ন বিএনপির দুই বারের নির্বাচিত সভাপতি মো. সেলিম খান, বড়াইল ইউনিয়ন বিএনপির নির্বাচিত সভাপতি ও সাবেক চেয়ারম্যান খন্দকার আবুল বাশার চেয়ারম্যান, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ফুল মিয়া, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বড়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা: মহিউদ্দিন, বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা রফিকুল ইসলাম শিশু মিয়া, বীরগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান, বীরগাঁও ইউনিয়ন কৃষক দল সভাপতি আমজাদ হোসেন, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ মিয়া, নবীনগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, বড়াইল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক লিটন সরকার, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, বীরগাঁও স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক বাবলু,বীরগাও কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদির, কৃষ্ণনগর ইউনিয়ন যুবদল নেতা মোঃ আলাল মিয়া সরকার, সাইফুল ইসলাম, এহসানুল আলম রাব্বি, বিজয় সরকার, তানভীর সরকার সহ কৃষ্ণনগর, বীরগাও ও বড়াইল ইউনিয়ন বিএনপির কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, তকদির হোসেন মো. জসীম নবীনগর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা। তিনি নবীনগরের প্রতিটি গ্ৰামে গ্ৰামে পায়ে হেঁটে হেঁটে নবীনগরে বিএনপিকে প্রতিষ্ঠিত করেছেন। উনার অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের বিনিময়ে নবীনগরে বিএনপি একটি শক্তিশালী প্রতিষ্ঠিত দল। তিনি তার উপযুক্ত মূল্যায়ন এখন পর্যন্ত পাননি। আশা করি বিএনপির কেন্দ্রীয় হাইকমান্ড বিষয়টি আমলে নিয়ে উনার উপযুক্ত মূল্যায়ন করবেন। উনার হামলার সাথে কেউ জড়িত থাকলে তাকে অনতিবিলম্বে দল থেকে বহিষ্কার করতে হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ