
ওসমান গনি, স্টাফ রিপোর্টার: বান্দরবানের আলীকদমে নয়ন ধর নামের এক বখাটে যুবককে আটক করেছে র্যাব।
শনিবার দিবাগত রাতে উপজেলার রেফার ফাঁড়ি বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক নয়ন ধর উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের রেফার ফাঁড়ি বাজার পাড়ার সেনাই ধরের ছেলে।
উল্লেখ্য যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে চাঁদপুরের মুসলিম কিশোরী সানজিদাকে (১৫) ফুসলিয়ে নিজ গ্রামে নিয়ে এসে তার চাচাত ভাই রুবেল ও আরো কয়েকজন মিলে সানজিদাকে জোরপূর্বক ধর্মান্তরিত করার ব্যর্থ প্রচেষ্টা চালায় নয়ন ধর।
সপ্তাহখানেক আগে কক্সবাজারে কিশোরী সানজিদাকে উদ্ধার করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় ঐ সময় নয়ন ধরকে আটক করা সম্ভব হয়নি।