
মোঃ নাজমুল ইসলাম: নেত্রকোনায় জাতীয় পুরষ্কারপ্রাপ্ত বাউল সাধক রশিদ উদ্দিনের ১৩৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাউল উৎসব বাস্তবায়নে জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং করেছে বাউল রশিদ উদ্দিন একাডেমির চেয়ারম্যান ও সাধারন সম্পাদক।
শুক্রবার সকালে নেত্রকোনা জেলা প্রেসক্লাবে আয়োজিত প্রেস ব্রিফিং এ সাংবাদিক মোস্তফা আলফে সারোয়ার (সৈয়দ সময়) এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউল রশিদ উদ্দিন একাডেমির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর আবুবকর সিদ্দিক(পিএসসি) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা প্রেসক্লাবের সদস্য সচিব ও বাউল রশিদ উদ্দিন একাডেমির সাধারন সম্পাদক ম.কিবরিয়া চৌধুরী হেলিম,
এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন লেখক ও সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, এনটিভির স্টাফ রিপোর্টার ভজন দাস,বাউল রশিদ উদ্দিনের নাতি আব্দুল সালাম।
এসময় বাউল আব্দুল সালামের পরিবারের সদস্যদের মদ্ধে নাতি আব্দুল খায়েস এবং নেত্রকোনা জেলা বাউল দলের আহবায়ক রিপন দত্ত সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংএ বাউল সম্রাট রশিদ উদ্দিনের ১৩৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আগামী ১৯ ও ২০ জানুয়ারি বাউল উৎসব সফল করতে সাংবাদিকদের সাথে সার্বিক বিষয়ে আলোচনা করা হয় এবং নির্বিঘ্নে বাউল উৎসব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়।