বৃহস্পতিবার, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

শাহ এমদাদীয়া অটো মোবাইল ড্রাইভিং ট্রেনিং স্কুলের সনদ বিতরণ সম্পন্ন

সীতাকুণ্ড প্রতিনিধি: সড়কে লাশের মিছিল ও দুর্ঘটনা রোধে শাহ এমদাদীয়া অটো মোবাইল ড্রাইভিং ট্রেনিং স্কুল ধারাবাহিকভাবে পেশাজীবী ও দক্ষ চালক তৈরি করে যাচ্ছে।সেই সুবাদে কোর্স শেষে ড্রাইভিং ট্রেনিং স্কুল প্রশিক্ষণার্থীদের  সমাপনী সনদ বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেল চারটায় সীতাকুণ্ড পৌরসভার দক্ষিণ বাইপাস সংলগ্ন শাহ এমদাদীয়া অটো মোবাইল ড্রাইভিং স্কুলের কার্যালয়ে রিফ্রেশার প্রশিক্ষণ-২০২৫ ও কোর্স সমাপনী সনদ বিতরণ করা হয়।ইঞ্জিনিয়ার আবু জাফরের সঞ্চালনায় ও আলহাজ্ব  আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  সীতাকুণ্ড  প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মোঃ খায়রুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, সীতাকুণ্ড ফায়ার স্টেশনের ইনচার্জ মাচিন্দ্র লাল ত্রিপুরা, প্রশিক্ষক আব্দুল হাদী দুলাল,মোটর ড্রাইভিং ইন্সট্রাক্টর আক্তার হোসেন সহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক খাইরুল ইসলাম বলেন, একটি দুর্ঘটনা সারাজীবনের কান্না।আঞ্চলিক ও জাতীয় মহাসড়কে সচেতন হয়ে গাড়ি চালাতে হবে।বিশেষ করে দীর্ঘদিন ধরে শাহ এমদাদীয়া অটো মোবাইল ড্রাইভিং ট্রেনিং স্কুল থেকে যে ট্রাফিক সাইন শিখেছেন সেগুলো মেনে চলতে হবে।বর্তমানে ড্রাইভিং পেশায় মেধাবীদের দেখা যাচ্ছে।এতে করে মহাসড়কে চালক আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে এবং দুর্ঘটনা কমে আসবে।যার ফলে অনেক পরিবার ও স্বজন দুর্ঘটনার কবলে পড়বে না। এছাড়া যাত্রীদের পাশাপাশি পথচারীদের ও রাস্তা পারাপারে সচেতন হতে হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *