
মিনহাজ আলী, শিবগঞ্জ (বগুড়া): বগুড়ার শিবগঞ্জ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন শাহীনুজ্জামান শাহীন। শনিবার দুপুরে তিনি বিদায়ী ওসি আব্দুল হান্নানের নিকট থেকে দায়িত্বভার বুঝে নেন।
শিবগঞ্জ থানায় যোগদানের আগে শাহীনুজ্জামান কাহালু থানার ওসি ছিলেন। ইতোপূর্বে তিনি শিবগঞ্জ থানাধীন মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক ছিলেন।
নতুন ওসি যোগদান করার সময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুস শুকুর, শিবগঞ্জ পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা যুবদল সভাপতি খালিদ হাসান আরমান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ জোবায়ের, জামায়াত নেতা ও ঠিকাদার ফারুক হোসাইন, শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল, সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, উপজেলা ছাত্রদের সভাপতি বিপুল রহমান, সাধারণ সম্পাদক মীর মুন প্রমূখ।











