সোমবার, ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

চট্টগ্রামে ছেলের বৌ-ভাত অনুষ্ঠান থেকে সাবেক এমপি সনির চাচা আ.লীগ নেতা আটক

বশির আলমামুন, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকার একটি কনভেনশন হলে ছেলের বৌ-ভাত অনুষ্ঠান থেকে আওয়ামী লীগের সাবেক শিল্প-বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি সনির চাচা ফখরুল আনোয়ারকে আটক করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে খুলশী থানা পুলিশ তাকে অবরুদ্ধ অবস্থা থেকে আটক করে থানায় নিয়ে যায়।
জানা গেছে, টাইগারপাস এলাকার নেভী কনভেনশন হলে সাবেক এমপি খাদিজাতুল আনোয়ার সনির চাচা ফখরুল আনোয়ারের ছেলের বৌ-ভাতের অনুষ্ঠান চলছিল।
অনুষ্ঠানে সনি ও সাবেক এমপি নজিবুল বশর মাইজভাণ্ডারী উপস্থিত থাকার কথা ছড়িয়ে পড়ে। এসময় সেখানে ছাত্র-জনতা হাজির হয়ে স্লোগান দেয়। পরে পুলিশ গিয়ে ফখরুল আনোয়ারকে আটক করে থানায় নিয়ে যায়।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র এম মনজুর আলমের নাতনির সঙ্গে ফখরুল আনোয়ারের ছেলের বিয়ে পরবর্তী শনিবার রাতে বৌ-ভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল নেভি কনভেনশন হলে। রাত ৯টার দিকে বিয়েতে আসা কয়েকজন আওয়ামী লীগের নেতাদের উপস্থিতির বিষয়টি সমন্বয়কদের অবগত করেন। হঠাৎ করেই শতাধিক যুবক কমিউনিটি সেন্টারের বাইরে জড়ো হয়। তারা এ সময় নানা স্লোগান দিতে থাকে। তারা ফখরুল আনোয়ারকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে ফখরুল আনোয়ারকে আটক করে।
সিএমপির উপ-কমিশনার (উত্তর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বলেন, কনভেনশন হলে অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে তা যাচাই-বাছাই করা হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তাকে অবরুদ্ধ করে রেখেছিল।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *