কাবিল উদ্দিন কাফী, সিংড়া (নাটোর): নাটোরের সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ পেলেন।
রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রহিম নেওয়াজকে আহ্বায়ক ও আসাদুজ্জামান আসাদকে সদস্য সচিব করে ১৬ সদস্য বিশিষ্ট নাটোর জেলা বিএনপির আংশিক কমিটির অনুমোদন দেন। এ কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয় দাউদার মাহমুদকে।
দাউদার মাহমুদ ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ছিলেন। এছাড়া তিনি সিংড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, পৌর বিএনপির সভাপতি ও ছাত্র রাজনীতিতে সিংড়া উপজেলা ছাত্রদলের পরপর দুইবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিক মামলায় বহুবার কারাভোগ করেন। তার ব্যবসা-প্রতিষ্ঠানে হামলা হয়। বিগত সরকারের সময় সিংড়ায় একদফাসহ কেন্দ্রীয় বিএনপির সকল কর্মসূচি সফলভাবে পালন করেন তিনি।
দাউদার মাহমুদ বলেন, আমাকে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশনায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দীর্ঘ ২৮ বছর ধরে ছাত্রদল ও বিএনপির রাজনীতি করে আসছি। বিগত দিনে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি ও আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে হামলা-মামলার শিকার হয়েছি। বহুবার কারাভোগ করেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ২০১৮ সালে ধানের শীষ হাতে তুলে দিয়েছে। এতে আমি কৃতজ্ঞ। দেশনায়ক তারেক রহমান আমার প্রেরণা।