মোঃ রাশেদুল ইসলাম ,কচাকাটা (কুড়িগ্রাম): নাগেশ্বরী উপজেলা কচাকাটা থানা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এই প্রথম মনোরম পরিবেশে দুই দিন ব্যাপী প্রকাশনা উৎসব আয়োজন করা হয়েছে।
উক্ত প্রকাশনা উৎসব আনুষ্ঠানিক ভাবে রবিবার সকাল দশটায় উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা এনামুল হক আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী কচাকাটা থানা শাখা। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা হাবিবুর রহমান সভাপতি ওলামা বিভাগ কচাকাটা থানা, মোঃ আতাউর রহমান টিম সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী কচাকাটা থানা শাখা ও সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কচাকাটা থানা শাখা।মোঃ কামরুজ্জামান সেক্রেটারি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কচাকাটা থানা শাখা, মোঃ নুরুজ্জামান কবির প্রধান শিক্ষক কচাকাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়। আয়োজক কমিটির সভাপতি মোঃ আতিকুর রহমান সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কচাকাটা থানা শাখা, হাসান মাহমুদ সেক্রেটারি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কচাকাটা থানা শাখা-প্রমুখ।এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বৃন্দ।