মো. সাইফুল ইসলাম, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে তিনটি ইট ভাটায় অভিযান পরিচালনা করে তিন লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার বিকেলে কামারপুকুর ইউনিয়নের দলুয়াস্থ এজাজ ইসলামের মালিকানাধীন এএসবি ব্রিকস, সুরেশ সিংহানিয়ার মালিকানাধীন বিপিএল-২ ও কামারপুকুর এলাকায় অবস্থিত এরশাদুল ইসলামের মালিকানাধীন এমএ ব্রিক্সসে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করেন জেলা প্রকাশক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়ীদ মুহাম্মদ।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়ীদ মুহাম্মদ জানান, অভিযানকালে আইন ভঙ্গ করার দায়ে তিনটি ইট ভাটা মালিকের কাছ থেকে তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ভাটার কিলনে পানি দিয়ে আগুন নিভিয়ে দেয়াসহ পানি স্প্রে করে কাঁচা ইট ধ্বংস করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, ভাটার মালিকদের কৃষি জমি থেকে মাটি সংগ্রহ করে ইটভাটা পরিচালনা না করার নির্দেশনা প্রদান করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।