
বশির আলমামুন, চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়ায় অবৈধভাবে পাচারের সময় ৪ ট্রাক সেগুন কাঠ জব্দ করেছে বনবিভাগ।
বুধবার রাত ১ টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যে উপজেলার খরনা এলাকায় অভিযান চালিয়ে এসব কাঠ জব্দ করা হয়েছে।
জানা যায়, পটিয়া উপজেলাধীন খরনা এলাকায় জেলা এনএসআই, চট্টগ্রামের তথ্যের ভিত্তিতে বনবিভাগ পটিয়া রেঞ্জ অফিসার ও ফরেস্ট অফিসার এবং থানা পুলিশ সদস্যদের উপস্থিতিতে রাতে অভিযান পরিচালনা করে ৩৫০ টুকরো অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়।
সড়কের গাছ কেটে নিয়ে যাচ্ছেন স্থানীয়রা।
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক বলেন, চার ট্রাকে ৩৫০ টুকরা সেগুন কাঠ পাওয়া গেছে। এসব কাঠের মালিকানার বিপরীতে কোন প্রমাণক দেখাতে পারেনি কেউ। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।











