রবিবার, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পটুয়াখালীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত

মোঃ মহাসিন মৃধা, স্টাফ রিপোর্টার:  পটুয়াখালীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় পটুয়াখালী জেলা সদরের  শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে কেক ও পায়রা বেলুন উড়ানোর মধ্যে দিয়ে এই আনুষ্ঠান শুরু হয়।
শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও সামাজিক নিরাপত্তাকে সামনে রেখে ২০২৫ সালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মুল স্লোগানের আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে।
পটুয়াখালী জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো,জুয়েল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ভিডিপি বরিশাল রেঞ্জ কমান্ডার মোঃ আসাদুজ্জামান গণী,  বিশেষ অতিথি হিসেবে ডাঃএস,এম কবির হাসান, জেলা সিভিল সার্জন,  সদর সার্কেল এসপি (অতিরিক্ত) মোহাম্মদ সাজেদুল ইসলাম (সজল), পটুয়াখালী জেলার আনসার কমান্ড্যান্ট নাহিদ হাসান জনি,পায়রা বন্দরের উপ- পরিচালক লেঃ কমান্ডার ইরফানুল আল রিফাত,পটুয়াখালী সেনাক্যাম্পের কমান্ডার মেজর ইমরুল কায়েস, বাউফল সহকারী পুলিশ সুপার আরিফ মোহাম্মদ সাকুরসহ পটুয়াখালী ডিভিশনের কমান্ডার সদন চাকমা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিভাগীয় রেঞ্জ কমান্ডার আসাদুজ্জামান গনী বলেন, দেশের আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি মানবিক ও নিরাপত্তা মূলক কাজসহ যুব সমাজের সক্ষমতা বৃদ্ধি মৌলিক  অধিকার কল্যান,ধর্মীয় অনুশাসন বৃদ্ধিসহ সভাপতি ও অন্যান্য অতিথিবৃন্দ বাহিনীর ভূয়সী প্রসংশা করেন। এছাড়াও জেলা সমাবেশ অনুষ্ঠান শেষে আনসার ভিডিপি সদস্য সদস্য গনদের মাঝে বাই সাইকেল সহ অন্যান্য পুরস্কার বিতরণ করা হয়।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *