রবিবার, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কর্ণফুলী বৈষম্য বিরোধী ছাত্রদের দু’পক্ষের হাতাহাতি

মিজানুর রহমান, কর্ণফুলীত: চট্টগ্রামের কর্ণফুলীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে দু’পক্ষের কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ,পরে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে পণ্ড হয় মোমবাতি প্রজ্বলন কর্মসূচি।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার টোল প্লাজা এলাকায় মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে এ ঘটনা ঘটে।সরজমিনে গিয়ে দেখা গেছে,পূর্বঘোষিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোমবাতি প্রজ্বলন কর্মসূচি শুরু হয় সাড়ে ৮টার দিকে,শুরু হওয়ার কিছুক্ষণ পর সেখানে যোগ দেন চট্টগ্রাম দক্ষিণের দায়িত্বে থাকা সমন্বয়ক জুবায়ের আলম মানিক।

জোবায়ের সেই কর্মসূচিতে যোগ দেওয়ার কিছুক্ষণের মধ্যে শুরু হয় দু’পক্ষের কথা কাটাকাটি পরে ছাত্রদের একাংশ বিভিন্ন রকম স্লোগান দিতে থাকে, দুই পক্ষের মারমুখী অবস্থায় পণ্ড হয়ে যায় মোমবাতি প্রজ্বলন কর্মসূচি। প্রায় দেড় ঘন্টারও বেশি সময় ধরে চলে দু’পক্ষের কথা কাটাকাটি, এক পর্যায়ে (সমন্বয়ক) জুবায়ের আলম মানিক ঘটনাস্থল ত্যাগ করলে হাতাহাতিতে জড়ান ছাত্রদের দু’পক্ষ,পরে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরিফ ঘটনাস্থলে এসে দু’পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। পরে দু’পক্ষের একটি মিছিল টোল প্লাজার এলাকা থেকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক হয়ে মইজ্জ্যারটেক চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ করে।

কর্মসূচি চলাকালীন সময়ে একাংশের স্লোগান দেওয়া ছাত্ররা জানান, নতুন উপজেলা পরিষদ ভবন উদ্ভোধনী অনুষ্ঠানে তথ্য চিত্র ও দেওয়ালিকা প্রদর্শনীতে জোবায়ের আলম মানিকের অনুসারীরা দায়িত্বে নিয়ে ইচ্ছাকৃত ভাবে প্রদর্শনীতে আমাদের দক্ষিণ চট্টগ্রামের অহংকার শহিদ ওয়াসিম আকরামের ছবি রাখে নাই,ফলে সেই ঘটনা নিয়ে আমাদের কর্ণফুলীর বৈষম্য বিরোধী ছাত্রদের নানা মুখী প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, তাই আমরা চাইনি জোবায়ের আলম মানিক আজকের মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে অংশ গ্রহণ করুক, কিন্তু কর্মসূচি শুরুর কিছুক্ষণের মধ্যে তিনি এসে কর্মসূচিতে যোগ দিলে ছাত্রদের একাংশ তার অংশ গ্রহণ মানতে পারে নাই যার কারণে আজকের এতো সুন্দর পোগ্রাম টা পণ্ড হয়ে যায়।

এ-সময় তারা আরও অভিযোগ করে বলেন, বর্তমান সময়ে আমাদের এলাকার অনেক নির্দোষ মানুষকেও গ্রেপ্তার করা হচ্ছে,মানুষ বলতেছে এসব সমন্বয়করা করাচ্ছে,আমরা যেহেতু ছাত্র প্রতিনিধি হিসাবে আছি এলাকার মানুষ মনে করছে এসব গ্রেপ্তারের পিছনে আমরাই আছি,কিন্তু বাস্তবতা হচ্ছে এই সব কিছু সমন্বয়ক জুবায়ের আলম মানিক করিয়ে আমাদের উপর দায় চাপিয়ে দিচ্ছে, এলাকার মানুষের কাছে আমরা কালার হয়ে যাচ্ছি তাই আমরা আনোয়ারার কাউকে কর্ণফুলীতে সমন্বয়ক হিসেবে মানবো না।

সমন্বয়ক জোবায়ের আলম মানিক জানান,উপজেলা পরিষদের অনুষ্ঠানে দেয়ালিকা প্রদর্শনীর ঘটনাটি একটি অনাকাঙ্ক্ষিত, ঘটনা,যার জন্য আমরা ইতিমধ্যে দুঃখ প্রকাশও করেছি,সেটা ওইখানে শেষ হয়ে যায়,আজকের মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে এসে আরেক অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হলাম।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *