সোমবার, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিবগঞ্জে মাদ্রাসার অফিস সহকারির অপসারণ দাবীতে সড়ক অবরোধ

Oplus_131072

মিনহাজ আলী, শিবগঞ্জ: বগুড়ার শিবগঞ্জের আলাদীপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার অফিস সহকারি আব্দুল মোমিনের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

রবিবার দুপুরে মাদ্রাসার সামনে মোকামতলা-জয়পুরহাট সড়কে বিক্ষোভ করে কয়েকশ শিক্ষার্থী। এসময় তারা এক ঘণ্টা যাবৎ সড়ক অবরোধ করে। এতে উভয় পাশের যানবাহনগুলো আটকে যায়।

শিক্ষার্থীদের অভিযোগ, আলাদীপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার অফিস সহকারি আব্দুল মোমিন দীর্ঘদিন যাবৎ মাদ্রাসার অধ্যক্ষের অজান্তে শিক্ষার্থীদের সার্টিফিকেটে তাদের নাম ঠিকানা এবং জন্ম সনদের ভুল সংশোধনের কথা বলে অর্থ আত্নসাত করে আসছেন। এছাড়া শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, শ্লীলতাহানিসহ নানা অপকর্মের অভিযোগ তোলা হয়।

মাদ্রাসার অভিভাবক আলাদীপুর গ্রামের বজলুর রশিদ, ইউসুফ আলী, রেজাউল করিম, গোলজার রহমান শফিকুল ইসলাম বলেন, অফিস সহকারি আব্দুল মোমিনের বিভিন্ন অনিয়ম দূর্নীতির কথা মাদ্রাসার অধ্যক্ষকে একাধিকবার জানানো হয়েছে। শিক্ষার্থী সাগর মিয়া, শামীম হোসেন, আবু জর গিফারী, সিফাত বলেন, অফিস সহকারি আব্দুল মোমিন আওয়ামী দোসর ছিলেন। তিনি জন্ম সনদ সংশোধনের নামে কৌশলে একেকজনের কাছ থেকে ৫শ থেকে শুরু করে ৩ হাজার টাকা পর্যন্ত নিয়েছেন।

সড়ক অবরোধের খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোর্শেদ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। পরে শিক্ষার্থীরা অবরোধ উঠিয়ে নিয়ে সড়ক মুক্ত করে দেয়।

এব্যাপারে মাদ্রাসার অধ্যক্ষ ফজলুর রহমান বলেন, ইতিপূর্বেও অফিস সহকারি আব্দুল মোমিনের বিরুদ্ধে শিক্ষার্থীরা অভিযোগ দিয়েছে। বার বার সতর্ক করার পরেও সে এ ধরনের অপকর্মের সাথে জড়িত থাকেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, অত্র মাদ্রাসার অফিস সহকারির বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির প্রতিবেদনের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ