
মিনহাজ আলী, শিবগঞ্জ (বগুড়া): বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা ও এসএসসি পরীক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোকামতলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রুহুল আমিন ফটুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মোকামতলা ইউনিয়ন বিএনপির সভাপতি নূরে আলম মামুনুর রশিদ তালুকদার।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মোকামতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রোকন উদ দৌলা রুবেল। অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোমিনুল ইসলাম বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সারওয়ার পারভেজ, শিবগঞ্জ উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম।
এ সময় অনুষ্ঠানে মোকামতলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থী, মোকামতলা ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।