
এএম আব্দুল ওয়াদুদ, শেরপুর: সাম্প্রতিক সময়ে সারাদেশে বেড়ে যাওয়া বর্বরোচিত ধর্ষণ, মব জাস্টিস, চুরি-ডাকাতি, ছিনতাইয়ের প্রতিবাদ-বিচার দাবিসহ চাঁদাবাজি বন্ধে শেরপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের শহীদ স্কয়ারে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই বিক্ষোভের আয়োজন করে।
এতে বক্তব্য রাখেন এলাকায় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমান, সদস্য সচিব শাহনুর রহমান সাইম, যুগ্ম আহবায়ক আশরাফুল আলম, সংগঠক নাহিদ আহমেদ নিলয় প্রমুখ।
এ সময় বক্তারা ধর্ষণ বন্ধে প্রশাসনের কার্যকরী পদক্ষেপ ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান।
বিক্ষোভ মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।