
খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ৩৫ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোর ৪টা ১৫ মিনিটে উপজেলার ছাতইল ইউনিয়নের জাহাঙ্গীর আলমের পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান জাহিদ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
বোচাগঞ্জ থানা সূত্রে জানা গেছে, ভোরে মোবাইল ফোনে খবর পেয়ে পুলিশের টহল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মূর্তিটি উদ্ধার করে। ওসি মো. হাসান জাহিদ সরকার বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি। তবে নিশ্চিত হতে বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।”
এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মূর্তিটি কোথা থেকে এল, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।











