
মো. মেহেদী হাসান, নন্দীগ্রাম (বগুড়া): বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকার ওমরপুর বাজারে আগুনে একটি ডেকোরেটর দোকান পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেন সততা ডেকোরেটরের স্বত্বাধিকারী আব্দুল জলিল।
তিনি বলেন, সেহরি খাওয়ার সময় বাজার থেকে আমাকে জানায় দোকানে আগুন লেগেছে। আমরা সেখানে গিয়ে দেখি আগুন লেগে দোকানের ভিতর পটপট শব্দ হচ্ছে। পরে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ অফিসে জানানো হয়। ফায়ার সার্ভিসের লোকজন ও এলাকার মানুষ আগুন নিভালেও আমার দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় ২৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ঘটনা জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনও তারা থানায় অভিযোগ করেনি।











