বুধবার, ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

মোহনপুর রাবার ড্যাম ফোলানো শুরু, আত্রাই-কাঁকড়ায় বাড়ছে পানি

খাঁন মো. আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলার আত্রাই নদে মোহনপুর রাবার ড্যাম ও চিরিরবন্দর উপজেলার কাঁকড়া নদীতে সাঁইতাড়া রাবার ড্যামে পানি বাড়তে শুরু করেছে। রাবার ড্যাম ফোলানো শুরু করায় আত্রাই ও কাঁকড়া দুটি নদীর ৪৪ কিলোমিটার এলাকায় পানি বেড়েছে। ফলে সেচের পানির যে সংকট দেখা দিয়েছিল তা কেটে যেতে শুরু করেছে। কৃষক বোরো জমিতে নদীর পানি ব্যবহার করে সেচ দিতে পারছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কয়েক হাজার হেক্টর জমিতে সেচ সুবিধার লক্ষ্যে দুটি রাবার ড্যাম নির্মাণ করা হয়। ২০০১ সালে চিরিরবন্দর উপজেলার কাঁকড়া নদীতে সাঁইতাড়া এলাকায় একটি এবং ২০১৪ সালে আত্রাই নদে মোহনপুর এলাকায় আরেকটি রাবার ড্যাম নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। সম্প্রতি মোহনপুর রাবার ড্যামটিতে ছিদ্র হওয়ায় পানি ধরে রাখা যাচ্ছিল না। অন্যদিকে কাঁকড়া নদীর খননকাজ অসম্পূর্ণ থাকায় পানি থাকছে না। ফলে ড্যাম দুটি কাজে লাগছিল না কৃষকদের। এ অবস্থায় গভীর নলকূপের মাধ্যমে সেচ দিতে শুরু করেন কৃষকরা। এতে সেচ খরচ দ্বিগুণের বেশি হওয়ার আশঙ্কা দেখা দেয়।দিনাজপুর এলজিইডি সূত্র জানায়, ১৭ কোটি ৫১ লাখ ১৫ হাজার টাকা ব্যয়ে ৪৪ কিলোমিটার এলাকায় পানি মজুত রাখার ক্ষমতাসম্পন্ন ১৩৫ মিটার দৈর্ঘ্যের রাবার ড্যাম নির্মিত হয়েছে আত্রাই-কাঁকড়ার মোহনার ৩০০ গজের কাছাকাছি মোহনপুর এলাকায়। অন্যদিকে কাঁকড়া নদীর ওপর আট কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে (১৩০ ফুট দৈর্ঘ্যের) সাঁইতাড়া রাবার ড্যামটি নির্মাণ করা হয়।

সম্প্রতি আত্রাই ও কাঁকড়া নদীর তীরবর্তী এলাকা এবং মোহনপুর ও সাঁইতাড়া রাবার ড্যাম এলাকার স্থানীয় কৃষকরা সেচের পানি পাচ্ছিলেন না। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিবছরই বোরো মৌসুমে মোহনপুর রাবার ড্যামটিতে সমস্যা দেখা দেয়। প্রতিবার চালু করার সময় দেখা যায় ছিদ্র আছে। কর্তৃপক্ষ এর স্থায়ী সমাধানে ব্যবস্থা নেয় না।

সাঁইতাড়া রাবার ড্যামের বিষয়ে তারা জানান, কাঁকড়া নদীর খননকাজ চলমান। খননকাজ সম্পন্ন না হওয়ায় পানি আত্রাই নদের দিকে নেমে যাচ্ছিল। ফলে কাঁকড়ার উভয় পাড়ের কৃষকরা পানি পাচ্ছিলেন না। কিন্তু শনিবার সকাল থেকে মোহনপুর রাবার ড্যাম পানি দিয়ে ফোলানো শুরু হয়েছে। পুরো ফোলাতে তিন দিন সময় লাগবে। ড্যাম ফোলানো শুরু হওয়ায় নদীতে পানি বাড়তে শুরু করেছে।

পাঁচবাড়ী এলাকার কৃষক গোলাপ হোসেন বলেন, দ্রুত মেরামত করে ড্যাম ফোলানোর কাজ শুরু করায় নদীতে পানি বাড়তে শুরু করেছে। এতে নদীর সঙ্গে যুক্ত সেচযন্ত্রগুলো সচল হতে শুরু করেছে।

মোহনপুর এলাকার কৃষক ওবায়দুর রহমান বলেন, ‘কয়েকদিন বেশ সমস্যায় ছিলাম। ড্যাম ফোলানো শুরু করায় পানি বাড়ছে। আমা করছি, দ্রুত পানি সমস্যার সমাধান হয়ে যাবে।

চিরিরবন্দর ও সদর উপজেলার দুই কৃষি কর্মকর্তা জানান, দুই উপজেলার আড়াই থেকে তিন হাজার হেক্টর জমি রাবার ড্যামের সেচ সুবিধার আওতায় আছে। কৃষকরা মোহনপুর, কাঁকড়া এবং চিরি নদী থেকে শ্যালো মেশিন কিংবা বিএডিসি এলএলপির মাধ্যমে পানি নিতে পারেন স্বল্প খরচে। নদীগুলোর উভয় পাড়ে ৫৩টি এলএলপি পাম্প, ১৪টি শ্যালো মেশিন ও ২১টি বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি উত্তোলনের ব্যবস্থা আছে। ড্যাম ফোলানো শুরু হওয়ায় সেচের পানির সংকট কেটে যেতে শুরু করেছে। আগামী দিনে আর নদী থেকে সেচের পানি তুলতে কোনো সমস্যা হবে না।

মোহনপুর ড্যামের পাম্প অপারেটর মহসীন আলী ভুট্রো জানান, ড্যাম পানি দিয়ে ফোলানো শুরু হয়েছে। নদীতে পানি বাড়ছে। ড্যাম পুরোপুরি ফোলাতে তিন দিন সময় লাগবে। কৃষকের সেচের পানির সংকট নেই।

এ বিষয়ে দিনাজপুর এলজিইডির সহকারী প্রকৌশলী ফাওজুল কবীর বলেন, রাবার ড্যাম দুটি খুবই গুরুত্বপূর্ণ। ড্যামের দুটি ব্যাগ ছিদ্র ছিল। তা প্রাথমিকভাবে মেরামত করে মোহনপুর রাবার ড্যামের পানি দিয়ে ফোলানো হচ্ছে। আশা করি সেচের পানির সমস্যা হবে না।

তিনি আরও বলেন, আমরা এরইমধ্যে নতুন ব্যাগের প্রস্তাব পাঠিয়েছি। নতুন ব্যাগ এলে স্থায়ী সমাধান হয়ে যাবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ