
আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখালী): নোয়াখালীর চাটখিল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন (৪৮) কে র্যাব-১১ গ্রেপ্তার করেছে।
বুধবার বিকেলে চাটখিল উপজেলা গেটের সামনে থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১১ সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৮ মে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকায় মামুনুর রশিদ খানকে গুলি করে হত্যা করা হয়। পরদিন নিহতের ভাই বাদী হয়ে বোরহান উদ্দিনসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এ মামলায় বোরহান উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে র্যাব-১১ এর একটি দল চাটখিল উপজেলা গেটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এরপর বুধবার রাতেই তাকে চাটখিল থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুন্ডু জানান, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা বোরহান উদ্দিনের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বৃহস্পতিবার সকালে চাটখিল থানা পুলিশ গ্রেপ্তারকৃত বোরহান উদ্দিনকে কারাগারে পাঠিয়েছে।