
ইলিয়াস হোসেন, বিশেষ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৯টায় বেলকুচি উপজেলা ও পৌর বিএনপি`র আয়োজনে শেরনগর প্রাইমারি মডেল স্কুল মাঠ প্রাঙ্গণে থেকে একটি বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা বর্ণাঢ্য র্যালি বের হয়ে।
বেলকুচির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেলকুচি মডেল ডিগ্রি কলেজ মাঠ চত্বরে এসে বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা বর্ণাঢ্য র্যালি শেষ হয়েছে।
বর্ষবরণ বর্ণাঢ্য র্যালির সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূঁইয়া, বর্ষবরণ ও আনন্দ র্যালিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি-র রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি-র সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খান (আলিম) এ সময় আরো উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা শাখার বিএনপি`র সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল,বেলকুচি উপজেলা বিএনপি-র সাবেক আহবায়ক নূরুল ইসলাম গোলাম।
জেলা বিএনপি-র উপদেষ্টা অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, জেলা বিএনপির সদস্য গোলাম আজম,বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক,সহ বেলকুচি উপজেলা ছাত্রদল,বেলকুচি সরকারি কলেজ শাখার ছাত্রদল, যুবদল,সেচ্ছাসেবক দল সহ বেলকুচি উপজেলা ও পৌর বিএনপি`র সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বাংলা নববর্ষ উদযাপন, বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেন।