বুধবার, ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজারহাটে তিস্তার চরাঞ্চলে বাদামের বাম্পার ফলন

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় তিস্তা নদীর বুকে জেগে ওঠা বিস্তীর্ণ চরাঞ্চলে এবার বাদামের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে।

সবুজে মোড়ানো চরজুড়ে এখন কৃষক-কৃষাণীদের নিবিড় পরিচর্যায় বেড়ে উঠছে বাদামের ক্ষেত। স্থানীয় কৃষি বিভাগ ও কৃষকরা আশা করছে,এ বছর প্রায় ১৭৫ হেক্টর জমি থেকে ৩৩২ মেট্রিক টন বাদাম উৎপাদিত হতে পারে। চরাঞ্চলের কৃষকরা শীতকালীন ফসল- আলু, পেঁয়াজ,রসুন ও কুমড়ো-ঘরে তুলে নেওয়ার পর সেই জমিতে বাদামের চাষ শুরু করেন। বর্তমানে রোপিত বাদামের গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।

উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের গতিয়াশম গ্রামের কৃষক তহির উদ্দিন জানান, “আমি এক একর জমিতে বাদাম রোপণ করেছি। এতে আনুমানিক খরচ হবে ৬০ থেকে ৭০ হাজার টাকা। ফলন ভালো হলে প্রতি একরে প্রায় ৪০ মন বাদাম পাওয়া যাবে। বাজারে দাম ভালো থাকলে ভালো লাভ হবে।

একই গ্রামের আরেক কৃষক আমিনুল ইসলাম বলেন,আমি চার একর জমিতে বাদাম চাষ করেছি। বীজ কিনেছি প্রতি কেজি ৮ থেকে ১০ হাজার টাকায়। রোপণ,কীটনাশক স্প্রে ও শ্রমিকের খরচসহ প্রতি একরে মোট খরচ হচ্ছে ৬০ থেকে ৬৫ হাজার টাকা। ফলন ভালো হলে প্রত্যাশিতভাবে ৪০ মন বাদাম পাওয়া যাবে। তবে বাজারে যদি প্রতিমন ৩,৫০০ থেকে ৪,০০০ টাকায় বিক্রি হয়,তাহলে লাভবান হব। কিন্তু যদি দাম পড়ে ২,০০০ থেকে ২,৫০০ টাকায় নেমে আসে,তাহলে বড় ক্ষতি হয়ে যাবে।

তিনি আরও জানান,গত বছরের বাদাম এখনও অনেকে বিক্রি করতে পারেননি। বর্তমানে সেগুলোর দাম মাত্র ২,৫০০ টাকা মনপ্রতি।
তার মতে,সবচেয়ে বড় সমস্যা হলো পোকার আক্রমণ। “যত ওষুধ ব্যবহার করছি,ততই যেন পোকা আরও শক্তিশালী হয়ে উঠছে,” বলেন তিনি।

বিদ্যানন্দ ইউনিয়নের কৃষক হাসেন আলী জানান,“উচ্চমূল্যে বীজ কিনে আড়াই একর জমিতে বাদাম রোপণ করেছি। ফলন ভালো হলে এবং বাজার দর অনুকূলে থাকলে ভালো লাভের আশা করছি।”

রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার জানান,“চরাঞ্চলে এবার ১৭৫ হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। শীতকালীন ফসল ঘরে তোলার পর কৃষকরা ওই জমিতে বাদাম চাষ করায় উৎপাদন খরচ কম হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং আগাম বন্যা না হলে এ বছর চরাঞ্চলে ৩৩২ মেট্রিক টন বাদাম উৎপাদন সম্ভব।”

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ