বুধবার, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

পরিত্যক্ত গাড়ীতে বিপুল পরিমাণ গাঁজাসহ ট্রাক জব্দ

কাইয়ুম মাহমুদ, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় কাভার্ড ভ্যানে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৭৮ কেজি গাঁজাসহ একটি ট্রাক জব্দ করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে খালকুলা বাজারের পূর্ব পার্শ্বে একটি সাদা নীল রংয়ের পিকআপ পরিত্যক্ত অবস্থায় থাকায় জব্দ করে থানা নিয়ে এসে গাড়ীটির বডির নিচে চেচিসের উপর থেকে ৭৮ কেজি গাঁজা উদ্ধার করেন।

এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রউফ গনমাধ্যম কর্মীদের বলেন, খালকুলা বাজারের পূর্ব পার্শ্বে একটি সাদা নীল রংয়ের পিকআপ পরিত্যক্ত অবস্থায় পরে থাকায় সন্দেহভাজন অবস্থায় প্রাথমিকভাবে তল্লাশী করে কোন কিছু না পাওয়ায় চালক ও মালিক বিহীন হওয়ায় বিধি অনুযায়ী জব্দ করে থানা হেফাজতে নিয়ে আসা হয়।

পরবর্তীতে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ তদন্তের এক পর্যায়ে জানতে পারে গাড়ীটির বডির নিচে চেচিসের উপরে বিশেষ কায়দায় মাদকদ্রব্য গাজা রাখা আছে বলে জানতে পারি।

বিষয়টি হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নকে অবগত করলে হাইওয়ে পুলিশ সুপার শহিদ উল্লাহ স্যারসহ অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার হাটিকুমরুল হাইওয়ে থানায় এসে ঘটনার বিষয়ে বিস্তারিত শোনার পরে তার নির্দেশক্রমে গাড়ীটি চেক করলে গাড়ীর বডির ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত নীল রংয়ের পলিথিন দ্বারা মোড়ানো ও খাকী রংয়ের কসটেপ দ্বারা মোড়ানো ছোট বড় প্যাকেটে সর্বমোট ৭৮(আটাত্তর) কেজি গাঁজা উদ্ধার করা হয়। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ