
মিনহাজ আলী, শিবগঞ্জ (বগুড়া): বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান। শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার টিআর, কাবিখা ও কাবিটার কাজ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা গোলাম কিবরিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, মোকামতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফাহিমা আক্তার প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, শিবগঞ্জে সরকারি কাজের খোজ খবর নিতে আসেন দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান। এসময় উপজেলায় বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন করছেন। এর মধ্যে একটি সিসি ঢালাই ও একটি মাটির রাস্তা পরিদর্শন করেন তিনি।