বুধবার, ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

মহাসড়কে অবৈধভাবে ট্রাক পার্কিং, জরিমানা আদায়

মো. মেহেদী হাসান, নন্দীগ্রাম (বগুড়া): বগুড়া-নাটোর মহাসড়কে রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধভাবে ট্রাক পার্কিংয়ের দায়ে ৪ জন ট্রাক ডাইভারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার বিকেলে উপজেলার সেলিনা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোহান সরকারের অভিযানে এই জরিমানা আদায় করা হয়।

এসময় সড়ক পরিবহন আইন ২০১৮ অনুসারে ৪ জন ট্রাক ড্রাইভারকে সতর্কতামূলকভাবে ১ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় ও মহাসড়ক হতে সকল ট্রাক অপসারণের ব্যবস্থা করা হয়।

দণ্ডপ্রাপ্ত গাড়িচালকগুলো হলেন ঝিনাইদহের আলাল উদ্দিন (৩১), চুয়াডাঙ্গার বদরউদ্দিন (৪৫), কুড়িগ্রামের আব্দুল মান্নান বাবু (৬৬) এবং যশোর জেলার সিরাজুল ইসলাম (৩৭)।

উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে ছিলেন কুন্দারহাট হাইওয়ে পুলিশের সার্জেন্ট রফিকুল ইসলাম।

সড়ক দখলমুক্তকরন ও দৈব দুর্ঘটনার জন্য দায়ী এসব কর্মকাণ্ড রোধে এবং অবৈধভাবে ট্রাক পার্কিং এবং কৃত্রিম যানজট এড়াতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ