বুধবার, ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নবগঠিত নেত্রকোনা জেলা ছাত্রদল কমিটির সভাপতি-সম্পাদককে গণঅভ্যর্থনা

মো. নাজমুল ইসলাম, নেত্রকোনা: বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নবগঠিত নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামিমকে গণঅভ্যর্থনা দিয়েছে জেলা বিএনপি ও সাধারণ মানুষ।

রোববার দুপুরে নেত্রকোনা সরকারি কলেজ, ছোটবাজারের দলীয় কার্যালয়, মোক্তারপাড়া কালেক্টরেট মাঠসহ শহরের বিভিন্ন স্থানে গণঅভ্যর্থনা কর্মসূচির আয়োজন করা হয়।

এ উপলক্ষে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটির অনুমোদন দেওয়ায় ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরকে অভিনন্দন জানিয়ে মিছিল করে নেত্রকোনা জেলা ছাত্রদল।

সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক, সাবেক সভাপতি আশরাফ উদ্দিন খান, সদস্যসচিব ড. রফিকুল ইসলাম হিলালী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক, যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান খান, বজলুর রহমান খান পাঠান ও এস এম মনিরুজ্জামান দুদু।

এ ছাড়া উপস্থিত ছিলেন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মাসুদ, শরিফুল হাসান আরিফ, যুবদলের সাবেক সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি, স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি সোলায়মান হাসান রুবেল ও সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ মুন্না প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *