মঙ্গলবার, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

আদর্শ নাগরিক গড়তে আলেমদের ভূমিকা অপরিহার্য: ফারুক হাসান

মোহাম্মদ আসিফ ইকবাল, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার অন্যতম প্রাচীন ও বৃহৎ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জমিরিয়া ইহইয়াউল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে হাজারো শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ও সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান।

এ সময় মাদ্রাসা প্রাঙ্গণে এক অনাড়ম্বর আলোচনায় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

তিনি বলেন, “শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় নয়, বরং নৈতিক ও আদর্শিক শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের আগামী প্রজন্মকে একটি কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় অংশ নিতে হবে। পড়ালেখার পাশাপাশি সমাজ সচেতনতায় আলেম ওলামাদের ভূমিকাও অনস্বীকার্য।”

তিনি আরও বলেন, “ইসলামের আলোকে ন্যায়বিচার, সততা ও মানবিক মূল্যবোধ ধারণ করে চললে সমাজে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তাই একজন আদর্শ নাগরিক গড়তে ইসলামি মূল্যবোধের চর্চা ও প্রসার অত্যন্ত জরুরি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের ঠাকুরগাঁও জেলা সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুস সুবহান, জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা আ. গফফার, বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল বারেক, ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি সামিউল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মাদ্রাসা কর্তৃপক্ষ অতিথিদের স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের কল্যাণে এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ