
আবু রায়হান, বাউফল (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফলে শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি মেলা।
সোমবার বাউফল উপজেলা ভূমি অফিসের আয়োজনে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিনুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আমিনুল ইসলাম বলেন, “ভূমি সেবা নিয়ে মানুষের মনে এক ধরনের জটিলতা রয়েছে, যার সুযোগ নেয় কিছু অসাধু গোষ্ঠী। তবে ডিজিটাল পদ্ধতিতে ভূমি ব্যবস্থাপনা সহজ ও স্বচ্ছ হওয়ায় এখন সাধারণ মানুষ সহজেই সেবা পেতে পারেন। এজন্য সবাইকে সচেতন হতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা হিসাব রক্ষণ অফিসার মো. কাইয়ুম খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আতিকুল ইসলাম, বাউফল প্রেসক্লাব সভাপতি মো. জলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, দৈনিক জনকণ্ঠের বরিশাল বিভাগীয় উপকূলীয় প্রতিনিধি এনামুল হক এনা এবং মাইটিভির উপজেলা প্রতিনিধি মো. অহিদুজ্জামান ডিউক।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি র্যালি বের হয়ে ভূমি চত্বরে এসে শেষ হয়। এছাড়া শিক্ষার্থীদের ভূমি বিষয়ে সচেতনতা বাড়াতে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে ১০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
ভূমি মেলায় জনসচেতনতামূলক আলোচনা, সেমিনার এবং বিভিন্ন ডিজিটাল সেবা প্রদানের কার্যক্রম চলবে তিনদিনব্যাপী। মেলার সহযোগিতায় ছিল ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প।