
রুমন হোসেন জিলহজ্ব, লালমনিরহাট: লালমনিরহাট পাটগ্রাম উপজেলার জিমনাল সীমান্ত দিয়ে ভারতের বাগডোবরা বিএসএফ ক্যাম্পের সদস্যরা একজন বোবা ও পাগলকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করে।
এ সময় স্থানীয় লোকজন টের পেয়ে বিএসএফ এর সাথে বাকবিতন্ডায় জড়িয়ে যায়। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
এসময় বিজিবিকে খবর দেওয়া হলে বিএসএফ উক্ত স্থান ত্যাগ করে চলে যায়। খবর পেয়ে বিজিবি টহল দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং বিএসএফকে পতাকা বৈঠকের আহবান করলে বিএসএফের পক্ষ হতে জবাব এখনও পাওয়া যায়নি।
বর্তমানে বোবা পাগলটি ভারতীয় অংশে ফাঁকা মাঠের মধ্যে বসে আছে।
স্থানীয়রা জানায়, ভারতীয় বিএসএফ হুটহাট করে এরকম পাগলদের বাংলাদেশে পুশইন করে। আমরা প্রতিবাদ জানালে তারা আমাদের দিকে গুলি তাক করে এগিয়ে আসে। এ নিয়ে আমরা আতঙ্কের মধ্যে আছি।