শনিবার, ১৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,২রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে শতাধিক পরিবার

মো. ওসমান গণি ইলি, কক্সবাজার: কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার জালালাবাদ, পোকখালী ও আশপাশের এলাকায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে আবারও ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। এতে পানির নিচে তলিয়ে গেছে অন্তত ১০০ থেকে ১৫০টি পরিবারের ঘরবাড়ি।

সেই সঙ্গে ঈদগাঁও-জালালাবাদ পোকখালী সড়কের গুরুত্বপূর্ণ অংশ ভেঙে পড়ায় ওই এলাকার সঙ্গে উপজেলার মূল সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঈদগাঁও উপজেলার ইউএনও (উপজেলা নির্বাহী কর্মকর্তা) বিমল চাকমা।

তিনি জানান, “বন্যা পরিস্থিতি আমরা সরেজমিনে পর্যবেক্ষণ করছি। দ্রুত পদক্ষেপ নিয়ে সড়ক মেরামতের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপন করা হবে।

স্থানীয় জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জনিও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ঠিকাদারের চরম অবহেলার ফলেই আজ এই দুরবস্থা। তাকে বারবার অনুরোধ করা হয়েছে ঝুঁকিপূর্ণ জায়গাগুলো ঠিকঠাকভাবে কাজ করার জন্য, কিন্তু তিনি বারবার তা উপেক্ষা করেছেন। বন্যায় ভেসে গেছে অনেকের বসতঘর, ফসলি জমি এবং গবাদিপশু। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, প্রতিবছর একই ধরনের দুর্যোগে ক্ষতিগ্রস্ত হলেও সমস্যার স্থায়ী সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য প্রশাসনিকভাবে জবাবদিহি নিশ্চিত করারও দাবি উঠেছে।

ইউএনও মহোদয় আশ্বাস দিয়েছেন, সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে এবং যোগাযোগ ব্যবস্থা পুনরায় চালু করা যায়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ