শনিবার, ১৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,২রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে প্রবাসীর গাড়িতে ডাকাতি, ধাওয়া দেওয়ায় পুলিশকে এলোপাতাড়ি গুলি

কবির হোসেন, টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে এক প্রবাসীকে বহনকারী মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির ঘটনা টের পেয়ে ডাকাতদের ধাওয়া দেয় মহাসড়কে থাকা টহলরত পুলিশ সদস্যরা। এ সময় পুলিশকে লখ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় ডাকাতদল।

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী চরপাড়া বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় ডাকাতদলের ব্যবহৃত একটি মাইক্রোবাস উদ্ধার করেছে মির্জাপুর থানা পুলিশ।

মাইক্রোবাসে থাকা যাত্রী সুমাইয়া আক্তার জানান, তার ননদ বিউটি আক্তার জর্দান প্রবাসী। শুক্রবার ননদ জর্দান থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। এসময় টঙ্গী এলাকা থেকে একটি মাইক্রোবাস ভাড়া করেন। মাইক্রোবাসে তার ননদ বিউটি, সম্পা, শ্বশুর আব্দুল হামিদ ও তাদের শিশু সন্তান ছিল। রাত আড়াইটার দিকে তাদের মাইক্রোবাসটি মহাসড়কের পুষ্টকামুরী চরপাড়া এলাকায় পৌঁছালে অন্য একটি মাইক্রোবাস তাদের গতিরোধ করে। সেই মাইক্রোবাস থেকে নেমে মুহূর্তেই ৭ থেকে ৮ জন ডাকাত অস্ত্রের মুখে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।

এ সময় ডাকাতদের কাছে তাদের কাছে বন্দুক, ওয়াকিটকি, হাতকড়াসহ দেশীয় অস্ত্রশস্ত্র ছিল। তাদের তাদের কাছ থেকে ৫-৬ টি মোবাইল ফোন, নগদ ৭০ হাজার টাকাসহ মালামাল লুট করে নেয়। ডাকাতির ঘটনা টের পেয়ে ডাকাতদের ধাওয়া দেয় টহল পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে পাল্টা গুলি চালায় ডাকাতরা। তাদের গুলিতে হাইওয়ে থানা পুলিশের রেকার চালক তুহিন মিয়া গুলিবিদ্ধ হন এবং ডাকাতদলের সদস্যরা পালিয়ে যায়।গুলিবিদ্ধ তুহিনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

প্রবাসী বিউটির শ্বশুর আব্দুল হামিদ অভিযোগ করেন, এ ঘটনায় টঙ্গী থেকে ভাড়া করা মাইক্রোবাস চালক মুস্তাকিন ও হেলপার জুয়েল জড়িত থাকতে পারে। শুরু থেকেই তারা মাইক্রোবাসটি বিভিন্ন এলাকায় ঘুরিয়েছিল।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাসেদুল ইসলাম বলেন, ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় থানা পুলিশের একটি দল। ঘটনাস্থল থেকে ডাকাতদলের ফেলে যাওয়া একটি মাইক্রোবাস ও প্রবাসীকে বহনকারী মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি হাইওয়ে থানা পুলিশের রেকার চালক।

প্রসঙ্গত, এর আগে ২৯ মে তেলবাহী ট্রাক ছিনতাই, ২১ মে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের যমুনা সেতুর পূর্বপ্রান্তে যাত্রীবাহী বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানি, ১৭ ফেব্রুয়ারি মির্জাপুরে ইউনিক রয়েলসের একটি যাত্রীবাহী বাসে ডাকাতি। মহাসড়কে একের পর এক ডাকাতির ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ