মঙ্গলবার, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সরাইলে মহাসড়কের পাশে অবৈধ বাজার উচ্ছেদ

পারভেজ আলম আদেল, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড়, এক সময় যেটি তীব্র যানজটের প্রতীক হয়ে দাঁড়িয়েছিল—সেই এলাকায় এবার দৃশ্যপট বদলে দিয়েছে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযান।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে গড়ে ওঠা একটি দীর্ঘদিনের অবৈধ বাজার উচ্ছেদ করেছে সরাইল উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনী। এই কার্যক্রমে সরাসরি নেতৃত্ব দেন সরাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সরাইল বিশ্বরোড মোড়ে সিএনজি অটোরিকশা চলাচলের সংযোগ সড়কটি দখল করে সেখানে নিয়মিত বাজার বসানো হতো। স্থানীয় কিছু প্রভাবশালী আওয়ামী লীগ নেতার পৃষ্ঠপোষকতায় প্রতিদিন আদায় করা হতো চাঁদা। এর ফলে মহাসড়কের গুরুত্বপূর্ণ এই মোড়টি পরিণত হয়েছিল যানজটের দুর্ভোগে ভোগা এক অভিশাপে।

উচ্ছেদ অভিযানে অংশ নেন আশুগঞ্জ সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন মোঃ মাহিম, সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল হাসান, খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মোঃ মামুন এবং বিশ্বরোড হাইওয়ে প্রজেক্ট ম্যানেজার শামীম আহমেদ।

তাদের উপস্থিতি শুধু মাত্র আইন প্রয়োগের চিত্র নয়, বরং একটি শক্ত বার্তা—জনস্বার্থে কোনো অবৈধ কার্যক্রম বরদাশত করা হবে না।

অভিযানের পর স্থানীয়দের মাঝে স্বস্তি ও প্রশংসার সুর শোনা যায়। দীর্ঘদিনের যানজট থেকে মুক্তির আশায় এলাকাবাসী উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর এ পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

এই উচ্ছেদ অভিযান শুধু রাস্তা নয়, ফিরিয়ে এনেছে শৃঙ্খলা, নিরাপত্তা এবং জনস্বার্থে প্রশাসনের দৃঢ় অবস্থান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ