মঙ্গলবার, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে স্বামী ও শাশুড়ির আগুনে পুড়ে গৃহবধূর মৃত্যু

মো. রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বগাচতর গ্রামের গৃহবধূ ফাতেমা বেগমকে পুড়িয়ে হত্যার অভিযোগে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে এলাকাবাসী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা।শনিবার সকালে সীতাকুণ্ড প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এলাকাবাসীর অভিযোগ, ফাতেমাকে দীর্ঘদিন ধরে নির্যাতনের পর ১৪ জুন তার শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ জুন তিনি মৃত্যুবরণ করেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এই হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা চলছে। ঘটনার পরও অভিযুক্ত স্বামী মুসলিম ও শাশুড়ি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন।
বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। এছাড়া ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য যে ফাতেমা বেগম ছিলেন তিন সন্তানের জননী। পরিবার ইতিমধ্যে এ ঘটনায় হত্যা মামলা দায়ের করেছে।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ