
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনা ফরিদপুর উপজেলায় খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ওএমএস কর্মসূচির ডিলার নির্বাচনে জন্য উন্মুক্ত লটারি ফরিদপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সোমবার বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান এর উপস্থিতিতে ফরিদপুর পৌরসভার ছয়টি পয়েন্ট জন্য লটারি মাধ্যমে ডিলার নির্বাচিত করা হয়।
ফায়ার সার্ভিস সংলগ্ন মোঃ হুমায়ন কবির, থানা পাড়া সিএনজি স্ট্যান্ড মোঃ আঃ গনি রুবেল, গোপালনগর বাজার মোঃ শামীম আহমেদ,পারফরিদপুর ব্রীজ মোঃ রাজিবুল হক, রাউৎনাগধাপাড়া মোড় মোঃ দেলোয়ার হোসেন, চাল বাজার মোঃ আলী হোসেন নির্বাচিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান বলেন, আপনাদের উপস্থিতিতে লটারি শতভাগ স্বচ্ছতার মাধ্যমে ডিলার নির্বাচিত করা হলো।
অনষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ মোহাব্বত হোসেন, উপজেলা কৃষি অফিসার মোঃ আল ইমরান, উপজেলা শিক্ষা অফিসার খ. ম. জাহাঙ্গীর হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মানিকুজজামান প্রেস ক্লাবের সভাপতি মোঃ আব্দুল হাফিজ, সেনাবাহিনী, পুলিশ, সাংবাদিক, খাদ্য নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।