বৃহস্পতিবার, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কনটেন্ট ক্রিয়েটর ‘বলদা রমজান’ আটক

এম নুরুল আলম সরকার, ব্রাহ্মণবাড়িয়া: ট্রেনের টিকিট কালোবাজারির সময় হাতেনাতে আটক হয়েছেন কনটেন্ট ক্রিয়েটর রমজান মিয়া ওরফে বলদা রমজান (৪৫)।

মঙ্গলবার সকালে তাকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে সেনা সদস্যরা আটটি ট্রেনের টিকিটসহ আটক করে। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগ ছিল।খোঁজ নিয়ে জানা যায়, রমজান মিয়া মূলত ‘বলদা রমজান’ নামে পরিচিত। এই নামে তার ফেসবুক-ইউটিউবে বিভিন্ন কনটেন্ট রয়েছে। তিনি একজন কৌতুক অভিনেতা।

তার বিরুদ্ধে অভিযোগ, তিনি আশুগঞ্জ রেলস্টেশনে দীর্ঘদিন ধরে আন্তঃনগর ও কমিউটার ট্রেনের টিকিট কালোবাজারি করে আসছেন। কিন্তু ছিলেন ধরাছোঁয়ার বাইরে। তবে মঙ্গলবার সকালে তাকে আশুগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা থেকে আটক করে সেনাবাহিনী।আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম জানান, রমজানকে সেনাবাহিনীর সদস্যরা পুলিশের কাছে হস্তান্তর করেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *