
রাজশাহী ব্যুরো: রাজশাহীর মহানগরীর বেলপুকুর ইউনিয়ন শাখা জামায়াতের আমির মো. মকবুল সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন৷ তাকে দেখতে হাসপাতালে আসেন জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
সরেজমিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে গিয়ে দেখা মেলে এসকল সংগঠনের নেতাদের সাথে।
নেতারা জানান, শুক্রবার জুম্মা নামাজের খুদবার আলোচনা করতে নিজ বাড়ি বেলপুকুর ইউনিয়নের চক ধাদাশ গ্রাম থেকে বানেশ্বর ইউনিয়নের একটি জামে মসজিদে যাওয়ার সময় চকধাদাশেই অটোরিকশার সাথে ধাক্কা লেগে পড়ে যান। সে সময় হাত এবং পায়ে আঘাত পেলে স্থানীয়রা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। রাত আটটায় আমির মকবুল হোসেনের হাতে অপারেশন করা হয়৷
তিনি বর্তমানে রামেকের ৩১ নাম্বার ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোখলেসুর রহমান বিজয়।
জামায়াতের জেলা ও উপজেলার নেতৃবৃন্দ ঢাকায় থাকায় আসতে না পারলেও বানেশ্বর ইউনিয়ন শাখা জামায়াতের নায়েবে আমির আরিফুল হক, বেলপুকুর ইউনিয়ন শাখা জামায়াতের সেক্রেটারি হাফেজ নূর মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সুমন, যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাকিব, বেলপুকুর ইউনিয়ন শাখা ছাত্রশিবিরের সভাপতি সাইদ তানিম, ইসলামীক আলোচক সাইদুর রহমানসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷