
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের হাজীপুর গ্রামে এক সমাজকর্মীর বাড়িতে চেতনানাশক খাইয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগী মো. শোয়েব আকতার স্থানীয়ভাবে একজন পরিচিত সমাজকর্মী ও এইচটিসি ফাউন্ডেশনের সেক্রেটারি।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তার বাসার এসএস পাইপ কেটে প্রবেশ করে। পরে তারা খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে বাসার সদস্যদের অজ্ঞান করে ফেলে। এ সময় ঘরের আলমারি ও অন্যান্য জিনিসপত্র তছনছ করে প্রায় তিন ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১৫ হাজার টাকা নিয়ে যায়।
ঘটনার পর গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লে শোয়েব আকতার এক প্রতিক্রিয়ায় বলেন, “ব্যক্তিগত ক্ষতির কথা ভাবছি না। কিন্তু যেভাবে ঘটনাটি ঘটেছে, তাতে পুরো এলাকাই এখন ঝুঁকির মুখে। আমি চাই, আমাদের গ্রামে যেন আর কেউ এমন দুর্বৃত্ততার শিকার না হয়। স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সক্রিয় হবো।”
দীর্ঘদিন ধরে শোয়েব আকতার এলাকায় সামাজিক উন্নয়ন, যুবকদের দক্ষতা উন্নয়ন ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রশংসিত হয়ে আসছেন। এইচটিসি ফাউন্ডেশনের মাধ্যমে তিনি বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে আসছেন।
অজ্ঞান করে চুরি বা ডাকাতির মতো ঘটনা এলাকায় আগে ঘটলেও, এবার একজন সম্মানিত সমাজকর্মীর বাড়িতে এ ধরনের ঘটনা জনমনে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। এলাকাবাসী দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।