বুধবার, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

সারিয়াকান্দিতে ডাবের চারা রোপণ জেলা প্রশাসকের

রহিদুর রহমান মিলন, সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দি পৌরসভা পরিদর্শন শেষে পৌরসভা চত্বরে ডাবের চারা রোপণ করেছেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজ।

মঙ্গলবার সকালে পৌরসভা চত্বরে সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে এ চারা রোপণ করেন তিনি।

পরিদর্শনকালে জেলা প্রশাসক পৌরসভার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, অবকাঠামো, পরিচ্ছন্নতা ও নাগরিক সেবা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি পৌরসভার কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন।

চারা রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক, শাহরিয়ার রহমান,পৌর সভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

জেলা প্রশাসক হোসনা আফরোজ বলেন, সবুজ ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলার জন্য সকলকে সচেতন হতে হবে। শুধু উন্নয়ন নয়, পরিবেশ রক্ষাও জরুরি। ডাবসহ অন্যান্য ফলজ ও বনজ গাছ লাগানোর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বসবাসযোগ্য পরিবেশ তৈরি করা সম্ভব।

পরিদর্শন ও চারা রোপণ শেষে তিনি পৌরসভা চত্বরে জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উন্নয়ন পরিকল্পনার বিষয়ে মতবিনিময় করেন। জেলা প্রশাসকের এই কার্যক্রমে পৌরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রশংসার সৃষ্টি হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *