বুধবার, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

জয়পুরহাটে সরকারি গাড়ির ধাক্কায় আহত ৪ জনের ঘটনায় আদালতের নির্দেশে তদন্তের আদেশ

জয়পুরহাট প্রতিনিধি: গত ১২ জুন জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের গতনশহর এলাকায় একটি সরকারি গাড়ির ধাক্কায় ০২ টি পরিবারের চারজন গুরুতর আহত হওয়ার ঘটনায় আদালত স্বতঃপ্রণোদিত হয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।

ফেসবুক পেজ “আমাদের জয়পুরহাট”-এ প্রকাশিত একটি পোস্টে উল্লেখ করা হয়, দুর্ঘটনায় গুরুতর আহতরা হলেন—ফাতেমা বেগম (৫৫), আব্দুল মামুদ (৩০), হামিদুল ইসলাম (৪৮) এবং মোছাঃ শিল্পি (৪৫)। অভিযোগ রয়েছে, আহতদের পরিবারকে মামলা না করার জন্য চাকরির প্রলোভন দেখানো হচ্ছে এবং বেআইনীভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে।

এই সংক্রান্ত পোস্টটি ৮ জুলাই ২০২৫ তারিখে বেলা ৪টা ৪৫ মিনিটে জয়পুরহাট আমলী আদালতের দৃষ্টিগোচর হলে আদালত বিষয়টিকে The Code of Criminal Procedure, 1898-এর ১৯০(১)(সি) ধারায় আমলে নিয়ে নিজ থেকেই মামলাটি রুজু করেন।

আদালতের আদেশে বলা হয়, অভিযুক্ত ব্যক্তিদের নাম, ঠিকানা, সাক্ষীদের পরিচয় এবং ঘটনার সময় উল্লেখিত পোস্টে স্পষ্টভাবে না থাকায় ঘটনাটি বিস্তারিতভাবে তদন্তের প্রয়োজনীয়তা রয়েছে। এজন্য আদালত জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)-কে একজন পুলিশ পরিদর্শকের নিম্ন নয় এমন পদমর্যাদার কর্মকর্তার মাধ্যমে পূর্ণাঙ্গ তদন্ত করে আগামী ২৩ জুলাই ২০২৫ তারিখের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন।

এছাড়াও, ফেসবুক পোস্টের স্ক্রিনশটসহ আদেশের অনুলিপি ওসির কার্যালয়ে পাঠানোর নির্দেশও দিয়েছেন আদালত।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিতে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ক্ষোভ প্রকাশ করছেন সচেতন নাগরিকরা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *