রবিবার, ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

২০ বছর ধরে কোমায়: অবশেষে না ফেরার দেশে সৌদি রাজপুত্র

যায়যায়কাল ডেস্ক: সৌদি আরবের ‘ঘুমন্ত রাজপুত্র’ হিসেবে পরিচিত প্রিন্স আলওয়ালিদ বিন খালিদ বিন তালাল বিন আব্দুলআজিজ আল সৌদ প্রায় ২০ বছর কোমায় থাকার পর মারা গেছেন।

শনিবার রিয়াদের কিং আব্দুলআজিজ মেডিকেল সিটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয় বলে খবর গণমাধ্যমের।

এদিন সৌদি আরবের রাজকীয় দরবার সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) মাধ্যমে প্রিন্স আলওয়ালিদের মৃত্যুর কথা ঘোষণা করে, জানায় খালেজি টাইমস। প্রিন্সের বয়স হয়েছিল ৩৬ বছর।

লন্ডনের এক সামরিক কলেজে পড়াকালীন ২০০৫ সালে প্রিন্স আলওয়ালিদ গাড়ি দুর্ঘটনায় মাথায় মারাত্মক আঘাত পান। আঘাতজনিত কারণে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হতে থাকে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে তার মাথায় অস্ত্রোপচার করা হয়।

জটিল এই অস্ত্রোপচারের পর প্রিন্স কোমায় চলে যান। তারপর থেকে কিং আব্দুলআজিজ মেডিকেল সিটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। তাকে সার্বক্ষণিক চিকিৎসা নজরদারিতে রাখা হয়েছিল।

প্রায় ২০ বছর পার হলেও তিনি আর কখনও জ্ঞান ফিরে পাননি। শুধু অল্প সময়ের জন্য কিছুটা নড়াচড়ার লক্ষণ দেখা গিয়েছিল। এটাই তার স্বজনদের মধ্যে আশার সঞ্চার করেছিল।

এই পুরো সময়জুড়ে প্রিন্স খালেদ বিন তালাল বিন আব্দুলআজিজ তার সন্তানের লাইফ সাপোর্ট খুলে ফেলার দৃঢ় বিরোধিতা করে এসেছেন। জীবন-মৃত্যু আল্লাহর হাতে, এমন অটল বিশ্বাস প্রকাশ করে এসেছেন তিনি।

শনিবার সামাজিক মাধ্যম এক্স এ করা এক পোস্টে প্রিন্স খালেদ তার পুত্রের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।

তার পুত্রের এ অবস্থা দেশে ও বিদেশে বিপুল মানুষের সহানুভূতি কুড়িয়েছিল। বছরের পর বছর ধরে লাখ লাখ মানুষ প্রিন্স আলওয়ালিদের কাহিনী অনুসরণ করে আসছিলেন। অবশেষে প্রিন্সের এই করুণ কাহিনী শেষ হল।

রোববার আসরের নামাজের পর রিয়াদের তুর্কি বিন আব্দুল্লাহ মসজিদে প্রিন্স আলওয়ালিদের জানাজা অনুষ্ঠিত হবে।

চলতি বছরের জুনে ঈদুল আজাহার তৃতীয় দিনে প্রিন্স খালেদ তার অপর দুই পুত্রকে নিয়ে প্রিন্স আলওয়ালিদকে দেখতে গিয়েছিলেন।

অসুস্থ সন্তানকে দেখার ওই মুহূর্ত দিয়ে তাড়িত হয়ে প্রিন্স খালেদ তার পুত্রের আরোগ্য কামনায় হৃদয়স্পর্শি একটি আন্তরিক প্রার্থনা সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন।

প্রিন্স আলওয়ালিদের শেষকৃত্যের অনুষ্ঠান রোববার থেকে শুরু হয়ে আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ