সোমবার, ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জে আইসক্রিম ফ্যাক্টরিতে ২০ হাজার টাকা জরিমানা

এস এম আক্কাস, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ শহরের ইবিরোড এলাকায় সনি আইসক্রিম নামের একটি কারখানায় অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একইসঙ্গে বিপজ্জনকভাবে প্রস্তুতকৃত ১ হাজার ৪’শ পিস আইসক্রিম জব্দ করে তা ধ্বংস করা হয়।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আতিকুর রহমান।

জানা যায়, সনি আইসক্রিম নামে পরিচিত এই কারখানাটি মূলত একটি বরফকল হলেও দীর্ঘদিন ধরে কোনো অনুমোদন ছাড়াই নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন করে আসছিল। বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে কাপড়ের রং, ক্ষতিকর কেমিক্যাল ও দূষিত পানি ব্যবহার করে আইসক্রিম তৈরি করা হচ্ছিল। এমনকি আইসক্রিমে ছত্রাকও জমে গিয়েছিল।

অভিযান শেষে সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, উক্ত কারখানায় খাবারের উপযোগী কোনো মানদণ্ড বজায় রাখা হয়নি। জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় কারখানাটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত ১ হাজার ৪০০ পিস আইসক্রিম ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *